.png)
সম্মানিত সূধী, আসসালামু আলাইকুম।
সৃষ্টির শুরু থেকেই মানুষ নিজেকে অন্যের কাছে প্রকাশ করতে চায়। এ প্রকাশ করতে চাওয়া মানুষের একটি সহজাত গুণ। কোমলমতি ছাত্র-ছাত্রীদের প্রাক-প্রাথমিক থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ভালো ফাউন্ডেশন বা ভিত তৈরি করা মানে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটি খুঁটি তৈরি করা। যার উপর ভিত্তি করে তার জীবনটা পরিচালিত হবে। এ জন্যে একটা ভালো প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভালো ফাউন্ডেশনের পাশাপাশি শিক্ষার্থীদের সহজাত ইচ্ছাশক্তিকে বিকশিত করতে, যুগোপযোগী প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আল-ফালাহ একাডেমি দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অগ্রগামী ভূমিকা পালন করছে। ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে ধারণ করে সত্যিকার বিজ্ঞান ভিত্তিক ও ডিজিটাল শিক্ষা পদ্ধতির মাধ্যমে অত্র প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।
আমাদের লক্ষ্য শুধু একটি দক্ষ ছাত্র বা ছাত্রী তৈরি করা নয়, বরং একজন নৈতিকভাবে আদর্শবান, সৎ, এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি করা। আধুনিক প্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করা এবং একই সাথে তাদের অন্তর্নিহিত মেধা ও প্রতিভার পরিপূর্ণ বিকাশ ঘটানো আমাদের প্রধান উদ্দেশ্য।
আমাদের বিশ্বাস, একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলী, এবং সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে পারে। আল-ফালাহ একাডেমি এই সকল লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ।
পরিশেষে সকলের আন্তরিক সহযোগিতা, সমর্থন, এবং অভিভাবকদের একনিষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে আমরা অত্র প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করতে সক্ষম হব। আমাদের প্রত্যাশা, আল-ফালাহ একাডেমি হবে একটি উদাহরণমূলক শিক্ষা প্রতিষ্ঠান, যা ভবিষ্যত প্রজন্মকে আলোকিত পথে পরিচালিত করবে।
আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।
Follow us @Facebook
Useful Links
Visitor Info